Saturday, September 12, 2020

উজ্জ্বল ভট্টাচার্য্য

ঊমা তুই আসিস না


মা ঊমা, আমার লক্ষ্মীটি
কথা শোন মা;
এবার তুই ভুল করেও
এ মুখো হোসনা!
এখানে তোর ভীষণ বিপদরে মা
ভীষণ বিপদ!!
মানুষের সং সাজা এদিকের অশুর
তোর পায়ে চাপা পড়া 
অশুরের চেয়েও নৃশংস!!
এরা তিন মাসের ঊমা থেকে শুরু করে
নব্বইয়ের ঊমাকেও 
লালসার শিকার বানায়!
পরিস্থিতি এতটা দুর্বিষহ
বাপ নিজের ছোট্ট ফুটফুটে
মেয়েটাকেও!
সত্যি কি আজব ব্যাপার,
ভাবা দুঃসাধ্য তাই না?
এরাই কোটি টাকার থিম বানিয়ে
লোক দেখিয়ে তোর পায়ে মাথা ঠেকাবে,
এরপর দশমীর ঘাটে মদ-মাংস গিলে
দুষ্কর্মে ফেরত!
মুখ গোমরা করে থাকিস না মা রে
এদিকের মাটিতে তুইও নিরাপদ নোস!
মা আমার লক্ষ্মীটি এবার তুই আসিস না।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...