Saturday, September 12, 2020

সাগর চৌধুরী

অনেক দিন পর

আমরা হাঁটি যে পথে 
হাতে হাত - এলোমেলো পা ফেলে, 
সবুজ ঘাস মুড়িয়ে, গাছের ছায়ার 
শান্ত শীতলতায় আর 
কাঁপানো ঠোঁটের হালকা হাসিতে ।
তবু বিশ্বাস যেন চোখে মাখা ; 
অবচেতনায় বার বার ফিরে আসে 
একা রাতে - আমার 
আধখোলা জানলার পাশে 
কে যেন দাঁড়িয়ে থাকে ,
শুধু ইশারায় ফন্দি আঁকে ; 
সেই চোখ - আলোআঁধারের 
ঘটা নেই , শুধু বাস্তবতার নেশা;
আমি মুখ ফেরাই;
তবু সে আসে -
এলেমেলো শ্বাসে ঘুম ভাঙে;
চেনা ছবি আর স্মৃতি সাথে; 
অযান্ত্রিক কিছু সমাবেশ মন ঘিরে ।
সেই পথ, সেই স্তব্ধতা -
একনিমেষে এলোমেলো; প্রেম তখন 
কোনো নাগরিক বিলাসিতায় মিশে; 
তবু সে আসে ?
হয়তোবা আমি বেঁচে মিথ্যা আশ্বাসে !
তবুও তো ভোর হয়, 
তবুও তো পাখি ডাকে, 
নীরবতার খোঁজে তারা বাসা বাঁধে,
অথবা উড়ে যায় দূর দেশে ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...