Saturday, September 12, 2020

শ্রীমান দাস

জাগো ত্রিনয়নী
                 
প্রতিটি ভোরেই দীর্ঘ হতে দেখি মৃত্যুর মিছিল।
তোমার ভুবন জুড়ে আজ শুধু ত্রাহি ত্রাহি রব
তবে, কোথায় আজ মুখ লুকালে জননী?

সৃষ্টির কুঁড়ি ঝলসায় বিনাশের আস্ফালনে
অন্যায় অত্যাচারে বগলদাবা সত্যের জয়বাণী,
তুমি না সংহারিনী? মুক্তিদায়িনী?
কেন আজ চুপ তবে? হে মাতা

ওগো জগদম্বে , তুমি যদি হও সর্বশক্তির আধার
কেন আজ প্রশ্নবাণে জর্জরিত দেবালয়?
নিশ্চুপ থেকো না মাতা , জবাব দাও।

ঐ দেখো কালো মেঘে ঘিরে গেছে ভক্তের আকাশ
চরম হতাশায় নাস্তানাবুদ গোটা ব্রহ্মান্ড
পরাজিত মিনতি তোমাকে তুলেছে কাঠগড়ায়,
হে শক্তিদায়িনী, দাও তব শক্তির পরীক্ষা।

জাগো ত্রিনয়নী , ওঠো... প্রকট হও সত্বরে
ঘুচাও আঁধার- মুছাও অশ্রু...
নইলে নাস্তিকতাই শ্রেয় - বলে মেনে নেবো।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...