আগমনী
আগমনীর ছোঁয়ায় চারিদিকে,
মাতলো এই ভুবন।
চারিপাশে শিউলির আকুলিত গন্ধে হৃদয় করেছে আনমন।
আকাশে আবছা মেঘের সম্ভারে শোভিত গগন তল।
সোনালী রোদের মিষ্টি স্পর্শে আকাশ করে উঠে ঝলমল।
শিশির ভেজা সকালে মহালয়ার আগমনীর ডাক।
আগমনীর পূর্ন লগ্নে মেতে ওঠে চারিদিকে ঢাকের শব্দ উলুধ্বনি শাখ।
শারদ সন্ধিক্ষণে মায়ের আগমনীর বার্তা বহন করে কাশফুলের দোলা।
আগমনীর সাজে সেজে উঠা এই ধরনীকে দেখে মনটা হয় উতলা।
হৃদয়ে সবার সঞ্চারিত হচ্ছে
শারদ প্রভাতের আনন্দ।
বাতাসে কেমনে বহিতেছে
আগমনীর গন্ধ।
আগমনীর সুর চারিদিকে বহিছে ভুবনে।
চারিদিকের আগমনীর দৃশ্য আমি দেখি আপনমনে।
No comments:
Post a Comment