Saturday, September 12, 2020

সঞ্জয় দত্ত

আগমনী শরৎ

আকাশে ছোঁয়া বাতাসে ছোঁয়া,
বার্তা আগমনের।
দুলছে কাশ ফুলের দল,
কত যে আনন্দের।

শরৎ তোমার রুপের ছোঁয়ায়
নির্লজ্জ আমি প্রকৃতির কাছে।
এত রঙ্গ মহিমার মধ্যে যেন
সবকিছু তোমারই আছে।

ভাব লেগেছে দারুন আজ,
পূজার আকিঞ্চনে।
মা আসবে বছর ঘুরে আবার
মন্ডপ প্রাঙ্গণে।

আমি এইভাবে কাটাতে চাই
দেখার মধ্যে দিয়ে তোমায়।
প্রত্যেকটা দিন যেন সবার,‌ 
এমনি করে যায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...