আগমনী শরৎ
আকাশে ছোঁয়া বাতাসে ছোঁয়া,
বার্তা আগমনের।
দুলছে কাশ ফুলের দল,
কত যে আনন্দের।
শরৎ তোমার রুপের ছোঁয়ায়
নির্লজ্জ আমি প্রকৃতির কাছে।
এত রঙ্গ মহিমার মধ্যে যেন
সবকিছু তোমারই আছে।
ভাব লেগেছে দারুন আজ,
পূজার আকিঞ্চনে।
মা আসবে বছর ঘুরে আবার
মন্ডপ প্রাঙ্গণে।
আমি এইভাবে কাটাতে চাই
দেখার মধ্যে দিয়ে তোমায়।
প্রত্যেকটা দিন যেন সবার,
এমনি করে যায়।
No comments:
Post a Comment