মুছে যাক জ্বরা- ব্যাধি, মুছে যাক গ্লানি ,
বছর শেষে আবার এলো, মা দূর্গার আগমনী।
শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে,
খোলা মাঠে কাশফুল, হাওয়ার তালে দোলে।
মাগো তোমার মধুর রুপে, মজে যায় এিভূবন,
তুমি কৃপা করো সবার, এই বলি সারাক্ষণ। জগৎজননী তুমি মাগো তুমি দূর্গতিনাশিনী,
অসুরবিনাশিনী তুমি মুক্তিদায়িনী ।
এ-ই বিশ্বের মৃত্যুমিছিল থামিয়ে দাও তুমি,
রোগমুক্ত করো মাগো এই ধরণীকে ।
সবার দুঃখ মুছিয়ে দিয়ে, ঘুছিয়ে দিও ক্লান্তি,
তোমার আগমনে আসে যেন সবার জীবনে শান্তি।
প্রকৃতি আজ সাজছে আবার নতুন নতুন সাজে,
মা আসছেন সারা বৎসরের প্রতিক্ষারই শেষে।
No comments:
Post a Comment