Saturday, September 12, 2020

রুবেল হোসেন

মায়ের আগমন

চতুর্দিকে মৃদু বাতাস, 
ঢাকে পড়ল কাঠি ।
ধানের উপর শিশির পরে, 
জমল মায়ের মাটি ।
ভোরের আকাশ,ভোরের আলো ,
ভোরের কাশ ফুল ।
শরৎ যেন জেগে উঠেছে ,
বেজে উঠল ঢোল ।
শিউলির গন্ধে মুক্তো ছড়ায় ,
আকুল হল মন ।
নিশিরাতে জ্যোৎস্না ধারায় ,
কাশের শুভ্র বন। 
মহালয়ের দিনটি ছুঁতে ,
আর যে দু-দিন বাকি ।
আসছে মা , বলছে তারা ,
স্বর্গ সাজিয়ে রাখি ।
হাতের জ্বালা প্রদীপ নিয়ে ,
বলছে কথা মন ।
নূতন নূতন রূপে সেজে ,
মায়ের আগমন ।
                                     

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...