Saturday, September 12, 2020

রুবেল হোসেন

মায়ের আগমন

চতুর্দিকে মৃদু বাতাস, 
ঢাকে পড়ল কাঠি ।
ধানের উপর শিশির পরে, 
জমল মায়ের মাটি ।
ভোরের আকাশ,ভোরের আলো ,
ভোরের কাশ ফুল ।
শরৎ যেন জেগে উঠেছে ,
বেজে উঠল ঢোল ।
শিউলির গন্ধে মুক্তো ছড়ায় ,
আকুল হল মন ।
নিশিরাতে জ্যোৎস্না ধারায় ,
কাশের শুভ্র বন। 
মহালয়ের দিনটি ছুঁতে ,
আর যে দু-দিন বাকি ।
আসছে মা , বলছে তারা ,
স্বর্গ সাজিয়ে রাখি ।
হাতের জ্বালা প্রদীপ নিয়ে ,
বলছে কথা মন ।
নূতন নূতন রূপে সেজে ,
মায়ের আগমন ।
                                     

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...