Saturday, September 12, 2020

গৌতম মজুমদার

আবার এসো মা

মাগো! তুমি কেমন আছো বলো,
ধরণীতে তোমার সন্তান, নেইতো কেহ ভালো ।
জানোতো মা! আমরা আছি, কিভাবে যে বেচে,
অসুর গুলির তান্ডব দেখে, প্রাণটা বুঝি গেছে ।
তোমার থেকে পালিয়ে এসে, এসব অসুর গুলো,
মহাতবিয়তে কাটায়, গায়ে লাগায় না ধূলো ।
হিন্দু মুসলিম দাঙ্গা বাধায়, ধর্মের দোহাই দিয়ে,
দ্বন্দ্ব বাধায় রাজনীতিতে, খুন ভাইয়ে ভাইয়ে ।
গার্হ্যস্থ হিংসার বলি হচ্ছে, আমার মা আর বোন,
অসুর গুলো ধর্ষণ করে, করছে আবার খুন ।
যুদ্ধ যুদ্ধ খেলতে গিয়ে, যুদ্ধ বাধায় দেশে,
রক্ত বন্যা ভাসিয়ে দিয়ে, রক্ত চুষে শেষে ।
শত কোটির নেইকো খাবার , নেইকো দেশে কাজ,
ক্ষুধার জ্বালায় মরছে মানুষ, মুখ খোলেনা আজ ।
আতঙ্কিত আমরা সবাই, এই পৃথিবীর বুকে,
হাড় মাংস চিবিয়ে মোদের, খাচ্ছে পরম সুখে ।
ঠোট কাঁপলে ও বলছে ওরা, করছি বিরোধিতা,
তা নিয়েও জ্বালায় আগুন, লক্ষ কোটি চিতা ।
এসো মাগো "দশভূজা", রূপটা তোমার ধরো,
অসুর নিধন করেই আবার,মোদের রক্ষা করো ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...