আবেগে ঘেরা
আবেগে ঘেরা জীবনে বাস্তব বড় কঠিন,
মুহূর্তে সব বদলে যায় কী রাত কী দিন।
অবাক চোখে নিশ্চুপে কখনো মেনে নিতে হয়,
কখনো আবার আশা জাগে হবেই একদিন জয়।
এইভাবেই কখনো অনিশ্চয়তা কিংবা কখনো আত্মবিশ্বাসে ভরা মন,
এক নতুন কিছু দেখার অপেক্ষায় থাকে সারাক্ষণ।
তবুও হার মানে না হৃদয় কোনো কিছুতেই,
জানি সহ্য করার ক্ষমতা থাকলে জয়ী হওয়া যায় তবেই।
তাই প্রতি মুহূর্তে নিজেকেই নিজের কাছে করতে হয় প্রতিজ্ঞা,
হাজারো অবহেলার ভিড়ে তৈরী করব জীবনে এক নতুন সংজ্ঞা।
No comments:
Post a Comment