Saturday, September 12, 2020

তনুজা রায়

শরৎ হাসি

"বাজলো তোমার আলোর বেণু
সাজলো যে ভুবন। "
তারি  মাঝে উঠলো হেসে 
মুক্তি খোঁজা মন।

বাঁধন ছেঁড়া পাগল পারা
উধাও ধাওয়া  মন ,
কাশের ফুলে দোল লাগানো
হাওয়া অনুক্ষণ ।

সেইখানে তে মন ছুটে যায় 
মিষ্টি রোদের হাসি ,
চমক ভেঙ্গে ধামাল ছেলে 
ছুটলো রাশি রাশি  ।

মায়ের  বোঁধন  ছা' য়ের হাতে 
ঢ‍্যাং কুড় কুড় কুড় ,
আগমনীর হাওয়ায় ভাসে 
অমর পালের সুর ।

কোথায় গিরি কোথায় রানী 
কে রাখে তার খোঁজ!
রোদে নাওয়া , ঘামে ধোওয়া 
মূর্তি দেখা রোজ।

এই তো গেল গ্রামের কথন
এবার শহর ঘুরি --
আলোয় আলোকময়  সেখানে 
মন যে গেছে  চুরি।

মা, এসেছেন, ভালো কথা --
প‍্যান্ডেলেতে ঢোকা, 
সাজসজ্জা পরিপাটি ---
ত্রুটি হবে নাকো ।
দশটি হাতে আয়ূধ সাজে 
বাহারি রকমমারী ;
পায়ের ছোঁয়ায় অসুর মরে 
স্তব্ধ জারিজুরি।

কোথাও  মা নটরাজের
নাচটি নাচেন ভাল,
লক্ষী, গণেশ, কার্তিকেয়
সেই তালটি পেল ।

বিরাট দেহে দশভুজা 
দাঁড়ান সমুখেতে,
দশ দশটা অসুর লড়ে 
বামেতে ডান তে।

কার মূর্তি কত সরস 
সবাই দেখে চেখে 
খুশি গেল, মন পালালো 
স্মৃতিটুক রেখে।
মাঁ  ও বলেন, "দে ছেড়ে দে
গ্রামে গিয়েই বাঁচি,
যে দিন তোরা আমায় নিবি 
গ্রামের কাছে যাচি,
আনন্দ কে সঙ্গে নিয়ে 
আসবো  সেদিন  আমি "।
ঢেড় হয়েছে, আর বাকিটা
জানেন অন্তযার্মী!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...