অামার দূর্গা
অামার দুর্গা সতী হয়েছে শতাব্দী পূর্বে
অামার দুর্গা অাজও ধর্ষিতা হচ্ছে রাস্তা ঘাটে।
অামার দুর্গা লাঙ্গল হাতে অায়ুস ধানের মাঠে
অামার দুর্গা কাস্তে হাতে সোনালী ধান কাটে।
হার মানে নি সে অাজও,
বিকৃত চেহারায় প্রতিযোগীতায় নামে।
অামার দুর্গা মা হয়েছিল ছেলেটার সাথে অাবেগের বশে
অামার দুর্গা অাজ অাত্মহত্যায় মেতে উঠেছে।
তবু অাজ হাল ছাড়েনি দুর্গা,হয়েছে কালজয়ী
লালসার পিঞ্জিরায় অাবদ্ধ থেকেও হয়েছে স্নেহময়ী।
অামার দুর্গা অাজ শতাব্দীর কাঠগড়ায় দাঁড়িয়ে
হাতে নিয়েছে বই খাতা,কাদে নিয়েছে নিশান পতাকা।
অামার দুর্গা অাজ মা হয়েছে, বলিষ্ঠ ক্ষমতায়ন,
অামার দুর্গা অাজ প্রেয়সী হচ্ছে,বীরত্বের নিদর্শন।
অাজ অামার দুর্গা ভয় পায় না, দেহের গড়িমায়
অামার দুর্গা প্রতিবাদী হচ্ছে পাড়ায় পাড়ায়।
দুর্গা অামার ঘরের দোয়ার দিয়েছে খোলে,ছিন্ন করেছে বাঁধা,
অামার দুর্গা অাজ অাকাশে বাতাসে বিছিয়েছে অসীম ক্ষমতা।
No comments:
Post a Comment