আগমন
শ্রাবণের ধারার শেষে
ঋতুর দোয়ারে শরত আসে,
শ্রাবণের কালো মেঘ কেটে গেছে
শরতের আকাশে জুড়ে তুলোভেজা
মেঘেরা ভিড় জমিয়েছে।
প্রকৃতি তাঁর রূপের সৌন্দর্য দিয়ে সাজায় বরণ ডালা
আগমনীর আগমনকে স্বাগত জানায় শিউলি ফুলের মালা,
নদীর তীরে বাতাসে মাথা দোলায়
সাদা কাশফুলেরা কাশের বনে
রূপবতী পদ্মা বিলে যৌবনাবতী শরতের আগমনে।
পাতায় পাতায় শিশির বিন্দু
যেন গাছেরাই অস্থায়ী সিন্ধু!
নদীর জলে জলেরাই আঁকে
শান্ত স্রোতে জলছবি নদীর বুকে,
পবিত্রতা শরতের গায়ের বসন
তাই শরতের শুদ্ধতায় স্বর্গের দেব-দেবীরা ধরণীতে পাতে আসন।
কৈলাশ থেকে মর্ত সর্বত্রই জয়ার জয়ধ্বনিতে মুখরিত
শরতের এ-ক'দিন বসুধার ঘরে ঘরে ঐশ্বরিক আলোয় আলোকিত!
No comments:
Post a Comment