দাড়ি
গলাকাটা দিন নামে,রূপালি রোদের অপবাদ
নিলামে বিক্রেতা রাত।
'পরিচিত গন্ধ,পরিচিত সুর,
আগুন জ্বালানো শ্বাস,বুকের বাঁ পাশ।'
সব ছেড়ে শবগুলো জেগে উঠে নিলামে,
চড়া দামে।
এতদিনের গল্প,
এতদিনের জীবন্ত উপন্যাস,
রোজকার অভিনয়ে ডুবে থাকা অভিনেতা
এতদিনের বেঁচে থাকা শ্বাস। আহারে!
আলোকিত কামরায় নীরবতা ডাক দিলে ঘড়ি
ইতি টেনে একবার জীবনেতে পড়ে যায় দাড়ি(।)
No comments:
Post a Comment