Saturday, September 12, 2020

অনুপম রায়

দাড়ি

গলাকাটা দিন নামে,রূপালি রোদের অপবাদ
নিলামে বিক্রেতা রাত।

'পরিচিত গন্ধ,পরিচিত সুর, 
আগুন জ্বালানো শ্বাস,বুকের বাঁ পাশ।'
সব ছেড়ে শবগুলো জেগে উঠে নিলামে,
চড়া দামে।

এতদিনের গল্প,
এতদিনের জীবন্ত উপন্যাস,
রোজকার অভিনয়ে ডুবে থাকা অভিনেতা
এতদিনের বেঁচে থাকা শ্বাস। আহারে!

আলোকিত কামরায় নীরবতা ডাক দিলে ঘড়ি
ইতি টেনে একবার জীবনেতে পড়ে যায় দাড়ি(।)

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...