Saturday, September 12, 2020

দিপ্সী দে

আগমনী

শিশির ভেজা শিউলির বুকে পটে লেখা আগমনীর উচ্ছাস

কাশের দোলায় রাঙা কিশোরীর মনে
প্রেমের শব্দ ঝিনুক

নিত‍্যনতুন ছাঁচে নতুন করে 
আগমনীর বার্তা

আলোয় ঝলমল অবুজ শিশুর 
অঢেল খুশি 

অষ্টমীর সকাল দশমীর জিলেপি 
শতকের পর শতক ধরে 
বাঙালির জীবনতরে 

আগমনী ও যেন প্রাণচ্ছল।
         

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...