আগমনী
শিশির ভেজা শিউলির বুকে পটে লেখা আগমনীর উচ্ছাস
কাশের দোলায় রাঙা কিশোরীর মনে
প্রেমের শব্দ ঝিনুক
নিত্যনতুন ছাঁচে নতুন করে
আগমনীর বার্তা
আলোয় ঝলমল অবুজ শিশুর
অঢেল খুশি
অষ্টমীর সকাল দশমীর জিলেপি
শতকের পর শতক ধরে
বাঙালির জীবনতরে
আগমনী ও যেন প্রাণচ্ছল।
No comments:
Post a Comment