মা
প্রতিমার চালচিত্রে আমি রঙ ভরি
খড় মাটির প্রলেপে মূর্ত হয়ে ওঠে
একচোখে অগ্নিবর্ষী অসুরদলনী
আরেক চোখে স্নেহক্ষরা মাতৃরূপ
তৃতীয় নয়নে শিবানী প্রেমময়ী।
শরতের পেঁজা তুলার নাওয়ে
যেন ভরসা আনন্দ সুখ ছড়ায়
আউশ ধানের শীষের মূর্ততায়
আইতান কাইতানের বিমূর্ত ঝড়ে
আগমনী সানাইয়ের বিস্তারিত সুরে,
ভাদ্রের উড়ন্ত ঘুড়ির দল ভোকাট্টা..
তাঁর পথে শেফালী পদ্মের গালিচা
অবশেষে কখন প্রতিমায় খুঁজে "মা"
মৃত মায়ের অবিকল মুখ ভেসে ওঠে
গর্জনতেল আর রসুইয়ের ভাপ
অদলেবদলে মায়েদের অভিন্ন রূপ ।
No comments:
Post a Comment