আমিও দূর্গা
আগমনীর ডাক পড়েছে
ভুল বললাম না তো?
আকাশ আজ সাজবে মেঘে
তুলো মেঘের অরূপ সাজে
ঢাকে কাঠি ,নদীর ধারে কাশ ফুটেছে।
সুগন্ধি ফুলটা আজ
ঝরে গেছে।
ঠিক বলছি তো?
শিউলি আজ পচা গন্ধ ছড়ায়
যেন কোন খুবলে খাওয়া পচা দেহ...
মৃণ্ময়ী ঘরের মেয়ে;
রক্ত মাংস দেহ তবু কি থাকবে ভয়ে?
মৃন্ময়ীকে পুজো করো মাতৃ জ্ঞানে
মুখোশধারী ভদ্র তুমি।
কারা বা তোমায় চেনে?
দুর্গা আমি কালি আমি
আমি কিন্তু তোমায় চিনি।
No comments:
Post a Comment