Saturday, September 12, 2020

সৌরভ শীল

আমিও দূর্গা                    
                             
আগমনীর ডাক  পড়েছে
ভুল বললাম না তো?
আকাশ আজ সাজবে মেঘে
তুলো মেঘের অরূপ সাজে
ঢাকে কাঠি ,নদীর ধারে কাশ ফুটেছে।
সুগন্ধি ফুলটা আজ
ঝরে গেছে।
ঠিক বলছি তো?
শিউলি আজ পচা গন্ধ ছড়ায়
যেন কোন খুবলে খাওয়া পচা দেহ...
মৃণ্ময়ী ঘরের মেয়ে;
রক্ত মাংস দেহ তবু কি থাকবে ভয়ে?
মৃন্ময়ীকে পুজো করো মাতৃ জ্ঞানে
মুখোশধারী ভদ্র তুমি।
কারা বা তোমায় চেনে?
দুর্গা আমি কালি আমি
আমি কিন্তু তোমায় চিনি।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...