Saturday, September 12, 2020

সৌরভ শীল

আমিও দূর্গা                    
                             
আগমনীর ডাক  পড়েছে
ভুল বললাম না তো?
আকাশ আজ সাজবে মেঘে
তুলো মেঘের অরূপ সাজে
ঢাকে কাঠি ,নদীর ধারে কাশ ফুটেছে।
সুগন্ধি ফুলটা আজ
ঝরে গেছে।
ঠিক বলছি তো?
শিউলি আজ পচা গন্ধ ছড়ায়
যেন কোন খুবলে খাওয়া পচা দেহ...
মৃণ্ময়ী ঘরের মেয়ে;
রক্ত মাংস দেহ তবু কি থাকবে ভয়ে?
মৃন্ময়ীকে পুজো করো মাতৃ জ্ঞানে
মুখোশধারী ভদ্র তুমি।
কারা বা তোমায় চেনে?
দুর্গা আমি কালি আমি
আমি কিন্তু তোমায় চিনি।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...