Saturday, September 12, 2020

অদিতি সাহা

আসছে ভবানী

স্নিগ্ধ শীতল শরৎ পবন,
মাতালো যখন এই ভুবন,
শিশিরে শিশিরে সিক্ত ঘাসে,
রাঙা পায়ে পদ্ম-পলাশে:
ধবল মেঘে নীল গগনে
মাঠে ঘাটে ছুটে কাশবনে,
আঙিনা ভরা পুষ্প কাননে
ভরিয়ে দিয়ে ভ্রমর গুঞ্জনে,
প্রজাপতির রঙিন পাখায়,
ডালে ডালে পাতায় পাতায়,
কুয়াশা ভরা ভোরের বেলায়,
সুভাষ ছড়িয়ে শিউলি তলায়,
তালপাতার ছোট্ট কুটিরে,
আধার সরিয়ে আলো করে,
আম্রপল্লব,দূর্বাধানে 
নানা পাখির মিষ্টি গানে,
ঢাকুরীয়ার ঢাকের আওয়াজে,
অসুর নাশে দূর্গা সাজে,
শুনিয়ে দিয়ে চিরন্তন বানী,
সিংহবাহনে আসছে ভবানী।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...