Saturday, September 12, 2020

রূপালী মান্না

টিনিয়া

টিনিয়া সমানে বায়না করে চলল এখান থেকে সে জামা নেবে না । ওপারের শপিং মল থেকে লাল পরী নীল পরী জামা চাই ।   বান্ধবী অদ্রিজা ওই শপিং মল থেকে পরী জামা কিনেছে । ওরকমই চাই !
বিমল হাসপাতালের সাফাই কর্মী । শপিং মলে নিয়ে গিয়ে ওরকম দামী জামা কিনে দেওয়ার সামর্থ্য কোথায় ? অথচ মেয়ের সেই এক বায়না , রীতিমতো
 ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছে ।

একটা ন্যানো হঠাত্‍ ফুটপাতের গা বেয়ে যেতেই জল ছিটকে জামা কাপড়ে লাগে । জামাওয়ালী তো 
চেঁঁচিয়ে ওঠে । গাড়ির ভদ্রলোক বলে 'স্টপ দ্য কার'
গাড়িটা থামাও , একটু দেখে চালাবে তো !
না জানি বেচারার কত ক্ষতি হয়ে গেল !

গাড়ি থেকে ভদ্রলোক নামতেই ' ডাক্তার বাবু যে '
ব'লে সেলাম ঠুকলো বিমল । ডাক্তারবাবু বর্ধমান মেডিক্যাল কলেজের  নামকরা সাইকিআর্টিস্ট ।
মানবিক বোধে সমৃদ্ধ ডাক্তারবাবু জামাওয়ালী কে  ক্ষমা চেয়ে  বললেন আমার ড্রাইভার এরকম গাড়ি চালায় না কখনো ,আসলে ওর মা অসুস্থ তাই একটু টেনশনে আছে ।  যাইহোক ,তোমাকে ক্ষতিপূরণ দিতে চাই , কত দেবো বলো ? জামাওয়ালী বলল কয়েক টা জামা সামান্য একটু ভিজেচে , তেমন ক্ষতি হয়নি , যা দেবেন দ্যান ।

মানি ব্যাগ থেকে টাকা বের করতে করতে বিমলের দিকে চেয়ে মৃদু হেসে বললেন এটা বিমলের মেয়ে নাকি? বিমল হাসিমুখে নতস্বরে বলল হ্যাঁ ডাক্তারবাবু,
ওই পুজোর জামা কিনতে এসেছি আরকি । 
ডাক্তারবাবু বললেন তা জামা পছন্দ হলো মহারানীর ?
জামাওয়ালী কে বললেন বিমলের মেয়ের জামার 
দামটাও নিয়ে নাও ।
বিমল বলে থাক না ডাক্তারবাবু ! 
টিনিয়ার কান্না ততক্ষনে থেমে গেছে । 

জামাওয়ালী বলে উঠলো ওর কথা বাদ দিন সার , সেই থেকে পাগল করে মারচে , বাপরে বাপ ! কি একগুঁয়ে মেয়ে , উনি এসব জামা নেবেন না পরী জামা নেবেন ছপিং মল থেকে । বাপের ক্ষেমতা  নেই সেটা বোঝে না মেয়ে ! 
বিমল মাথা নত করে মৃদু হাসলো । ডাক্তারবাবু বললেন এই কথা ? পরী জামা নেবে ? আচ্ছা চলো আমি কিনে দিচ্ছি , চলো  বিমল ।
ডাক্তারবাবু টিনিয়া কে বললেন  তবে জানো কি মা ?এমন বায়না করতে নেই যাতে মা বাবা কষ্ট পায় ,
পুজোর দিনে খুশি টাই আসল । 
এসো বিমল এসো , দেরী করো না ।

টিনিয়া হঠাত্‍ বাবার জামা টা টেনে ধরে বললো বাবা আমি যাবো না । ডাক্তারবাবু পিছন ঘুরে বললেন কেন? আমার দেওয়া জামা তুমি নেবে না ? 
  বছর দশেকের  টিনিয়া হাসিমুখে বললো , রাগ করবেন না ডাক্তারবাবু আমি আপনার দেওয়া জামা নিতে পারব না তবে আপনার দেওয়া শিক্ষাটা নিলাম ।  'এমন বায়না করতে নেই যাতে মা বাবার কষ্ট হয় , পুজোর দিনে খুশিটাই আসল । '


দূর হতে আগমনীর গান ভেসে আসছে "বাজলো তোমার আলোর বেণু ".............
বাবার দিকে চেয়ে টিনিয়া বলে,বাবা আমায় এখান থেকেই জামা কিনে দাও তোমার পয়সা দিয়ে  । ডাক্তারবাবু হাসতে হাসতে গাড়ি তে উঠে গেলেন ।
হাসিমুখে জামাওয়ালী জিজ্ঞাসা করলো লালটা না হলুদটা ? 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...