Saturday, September 12, 2020

পরিতোষ সরকার

আজ আর মনে পড়ে না

আজ আর মনে পড়ে না তোমার কথা,
অনেকগুলি দায়িত্ব আজ তোমার
ভালোবাসার জায়গাটা আকড়ে ধরেছে।
কেঁড়ে নিয়েছে সব প্রেম আর মোহ!
সমগ্র দিবস কেটে যায় কিছু
বিশৃঙ্খল কাজের নদীতে তলিয়ে।
রাত কাঁটে অগণিত নেশার দ্রবাদি,
আর অগুছালো শয্যার সাথে।
আজ আর তোমার হাত ছোঁয়া হয় না।
তোমার রূপ দেখা হয় না।
আজকাল দিনের শেষে কোনো অঙ্কের
হিসেব তোমার কাছে এসে শেষ হয় না।
জীবনের হিসেবের খাতা ভরে যায় কালো কালিতে,
কিন্তু তোমার রূপের বর্ণনা কোথাও হয় না।
জীবন আজ তোমার কোনো শাসন মানে না,
শাসন চলে আচমকা ধেয়ে আসা কিছু বজ্রাঘাতের।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...