Saturday, September 12, 2020

দিপিকা রায়

মায়ের বরণ

কাশফুলের হওয়ায় ধ্বনিত
নারীর নামেই শুনি মা ডাক;
বছর ঘুরে আবার সাজলো বরণ থালা, 
ঢাকে কাঠি আর কাশর ঘন্টার আগমনী শব্দ; মা আসছেন সেজে। 

নত শিরে দশভূজার চরণ স্পর্শ করেই;
গর্ভের ভ্রুন হত্যা করে কেউ আবার! 
তারাই আবার সাজায় পাঁচথালা, 
মৃত্তিকায় আবরিত মাকে দিতে, 
হায় দশভূজা!

পুষ্প পাপড়ি বিছিয়ে দেয়, 
মা আসবে বলে। 
আর ঘরের মা জঞ্জাল, 
ঠিকানা করে দেয় পথের দ্বারে। 
মায়ের যজ্ঞের তিলক
সজ্জিত হয় ললাট রেখায়।
তারাই দেখ, বধূ নির্যাতনে আহুতি দেয়
ওই যজ্ঞ কুন্ডে। 
সাজলো পাহাড়ে, নদীর ও সাজ ; 
নানা অলঙ্কারে সুরপথ। 
আর এই দিকে, 
বিনা দোষে সেজে উঠে 
কত নারীর কবর। 

তুচ্ছ আর অবহেলায় জ্বলতে থাকে কত নারী,
আবার নারী নামেই, নত চিত্তে সবাই পূজা করি।
হায়!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...