মায়ের বরণ
কাশফুলের হওয়ায় ধ্বনিত
নারীর নামেই শুনি মা ডাক;
বছর ঘুরে আবার সাজলো বরণ থালা,
ঢাকে কাঠি আর কাশর ঘন্টার আগমনী শব্দ; মা আসছেন সেজে।
নত শিরে দশভূজার চরণ স্পর্শ করেই;
গর্ভের ভ্রুন হত্যা করে কেউ আবার!
তারাই আবার সাজায় পাঁচথালা,
মৃত্তিকায় আবরিত মাকে দিতে,
হায় দশভূজা!
পুষ্প পাপড়ি বিছিয়ে দেয়,
মা আসবে বলে।
আর ঘরের মা জঞ্জাল,
ঠিকানা করে দেয় পথের দ্বারে।
মায়ের যজ্ঞের তিলক
সজ্জিত হয় ললাট রেখায়।
তারাই দেখ, বধূ নির্যাতনে আহুতি দেয়
ওই যজ্ঞ কুন্ডে।
.
সাজলো পাহাড়ে, নদীর ও সাজ ;
নানা অলঙ্কারে সুরপথ।
আর এই দিকে,
বিনা দোষে সেজে উঠে
কত নারীর কবর।
তুচ্ছ আর অবহেলায় জ্বলতে থাকে কত নারী,
আবার নারী নামেই, নত চিত্তে সবাই পূজা করি।
হায়!
No comments:
Post a Comment