Saturday, September 12, 2020

চয়ন ধর

টাকা 

এক টুকরো কাগজের মূল্য তুমি কী বুঝবে ভাই!
যে কাগজে আছে গান্ধীর ছবি ।
সে কাগজ হচ্ছে লক্ষ গুণের চেয়ে দামী!
.
পৃথিবীর বাজারে নাম হচ্ছে টাকা ।
টাকা আছে তাই হবে তুমি রাজা ।
টাকা নেই তাই হবে তুমি প্রজা 
কিংবা সেবক কোনো!
.
আপনজন চিনবে তোমায় টাকার ঘ্রাণে ।
টাকা আছে তুমি ঘুমাবে অট্টালিকায় ।
টাকা নেই তুমি ঘুমবে ফুটপাতে।
টাকা থাকলেই তোমার ঘরে যাবে সুগন্ধী বাসমতি চাল।
টাকা নেই, ঘরে যাবে না রেশনের চালও!
.
টাকা আছে হতে পার তুমি মন্ত্রী ।
টাকা আছে হতে পার তুমি ক্ষমতাবান ।
টাকা নেই ক্ষমতাবানরাও করবে শোষণ মাথায় বসে।
.
এই পৃথিবীটা হচ্ছে টাকার বাজার ।
টাকা দিলে সব পাওয়া যাবে ।
পৃথিবীর সব সম্পর্ক গুলো এখন টাকার গোলাম।
যেন টাকাই কথা বলে । মানুষ না!
.
টাকা থাকলে ভালোবাসবে হাজার জন ।
সম্পর্ক গুলো টিকে থাকার জন্য অর্থ থাকা চাই ।
আমার কথা বিশ্বাস না হলে ,
ট্রাই করে দেখতে পার ভাই।
জীবন বিছিয়ে দিয়ে দেখো, আমার মতো।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...