Saturday, September 12, 2020

অমিত রুদ্র পাল

শরতের ছোঁয়া 

এবারও সহস্র দিনরজনী কেটে 
শরৎ এলো বুকে ।
কুয়াশার পায়ে হেঁটে দেখি 
কেমন জানি একটি লাবণ্য 
রঙ-তুলি মুখে ।
কি অদ্ভুত সুন্দর! 
 
কপালে লাল টিপ 
অলঙ্কারে রবির কিরণ 
বস্ত্রে গোলাপি শাড়ি
চুলগুলি এলোমেলো
শিউলি হয়ে পড়ছে ,

প্রভাতের কচি ঘাসে
শিশিরের ছাপ
আর , সবুজের ফাঁকে ফাঁকে সুগন্ধ 
খোঁপায় কাশ ফুলে
 সজ্জিত হচ্ছে কোমল ।
আমি বলি কে ? বোধ হয় কেউ আসছে ?
এবারও সহস্র দিনরজনী কেটে 
শরৎ এলো বুকে ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...