শরতের ছোঁয়া
এবারও সহস্র দিনরজনী কেটে
শরৎ এলো বুকে ।
কুয়াশার পায়ে হেঁটে দেখি
কেমন জানি একটি লাবণ্য
রঙ-তুলি মুখে ।
কি অদ্ভুত সুন্দর!
কপালে লাল টিপ
অলঙ্কারে রবির কিরণ
বস্ত্রে গোলাপি শাড়ি
চুলগুলি এলোমেলো
শিউলি হয়ে পড়ছে ,
প্রভাতের কচি ঘাসে
শিশিরের ছাপ
আর , সবুজের ফাঁকে ফাঁকে সুগন্ধ
খোঁপায় কাশ ফুলে
সজ্জিত হচ্ছে কোমল ।
আমি বলি কে ? বোধ হয় কেউ আসছে ?
এবারও সহস্র দিনরজনী কেটে
শরৎ এলো বুকে ।
No comments:
Post a Comment