Saturday, September 12, 2020

মোহাজির হুসেইন চৌধুরী

আমি ও আমার ছায়া 
       
নিঃসঙ্গ আমি একা 
তবু সঙ্গ ছাড়ও নাই 
আলোর তরঙ্গে ভেসে 
অঙ্গে অঙ্গে মিলে 
স্থিতি ভেঙে দাঁড়ালে প্রমাণ 
আমি একা নই। 
ঝড়-বাদল- বৃষ্টিতে 
সূর্যের প্রচণ্ড তাপে তিমির রাত্তিরে 
রক্তাপ্লুত রণাঙ্গণে যখন কেউ আর নেই 
খুঁজে দেখি - 
তবু তুমি দাঁড়ায়ে নীরবে 
সাঙ্গ হল বেলা - 
বিস্ময়ে বুকে হাত দেই 
প্রতিটি কম্পনে তোমার বিভঙ্গ রূপ টের পাই 
এতো রঙ্গরসে ভরা আমার এ ছায়া।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...