Saturday, September 12, 2020

রাহুল শীল

নুনজল
          
পুরোনো চাহিদার কাছে মাথানত করে একঝাঁক পাখি,
রাতের আকাশ রাজনৈতিক সমাবেশে রোজ নামে
তারপর তুমিও একগ্লাস জলে নুন মিশিয়ে আনো।

কিন্তু তোমার হাতের এক গ্লাস নুন মিশ্রিত জলে
কবিতার লাইনগুলো ভেসে বেড়ায় মধ্যরাতে।
অভিভাবক কেন সাজো কবিতার কাছে,
ভালোবাসার মত সংস্থা গড়ে উঠেনি তোমার সঙ্গে
তাই আমিও কবিতার কাছে কেঁদে ওঠি।

এভাবেই প্রতিরাতে কবিতার কাছে তুমি প্রিয় হয়ে ওঠো,
দেওয়ালে হেলান দিয়ে শুয়ে শেষ লাইনে গাঢ় নিঃশ্বাস ফেলি রোজ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...