Saturday, September 12, 2020

রাহুল শীল

নুনজল
          
পুরোনো চাহিদার কাছে মাথানত করে একঝাঁক পাখি,
রাতের আকাশ রাজনৈতিক সমাবেশে রোজ নামে
তারপর তুমিও একগ্লাস জলে নুন মিশিয়ে আনো।

কিন্তু তোমার হাতের এক গ্লাস নুন মিশ্রিত জলে
কবিতার লাইনগুলো ভেসে বেড়ায় মধ্যরাতে।
অভিভাবক কেন সাজো কবিতার কাছে,
ভালোবাসার মত সংস্থা গড়ে উঠেনি তোমার সঙ্গে
তাই আমিও কবিতার কাছে কেঁদে ওঠি।

এভাবেই প্রতিরাতে কবিতার কাছে তুমি প্রিয় হয়ে ওঠো,
দেওয়ালে হেলান দিয়ে শুয়ে শেষ লাইনে গাঢ় নিঃশ্বাস ফেলি রোজ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...