Saturday, September 12, 2020

নিপু দাস

জাগো হে মহা শক্তি


হে মহামায়া তুমি জাগো
বিশ্বজোড়ে আজ মহামারী,
ধংসের পথে এ-পৃথিবী,
সৃষ্টি আজ বিনাশের পথে
জাগো মা তুমি জাগো।

শক্তি জাতের অপমানে,বজ্রকন্ঠে উঠেছে কলরব..
রূপং দেহি,জয়ং দেহি,যশো দেহি,দ্বিষো জেহি..
হীনমন‍্যতার প্রতিবাদে মহাশক্তি রূপে,
আসুক ফিরে আমার দুর্গা..
জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারীনি।

বিশ্বজোড়ে আজ রণধ্বনী..
জাক মাগো তবে থেমে,
নিধন করো হিংসাকে মা,
শান্তি আসুক তবে নেমে।
জাগো মা তুমি জাগো..
দশপ্রহরণহাতে সুমূর্তিতে...‌তুমি জাগো।

অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো,
নতুন রূপে ফিরে আসুক উমা..
মাতৃবন্দনা স্নিগ্ধ শিউলি গাইছে-
বাজলো তোমার আলোর বেনু।
কাশের হাওয়ায় ফিরছে
ওগো আমার আগমনী আলো
মাতৃ বন্দনায় স্ব-কন্ঠে বেজে উঠুক 
জয় জয় মা মহিষাসুরমর্দিনী..
জাগো মা তুমি জাগো...

"হোংংকারে তার গর্জে বিশ্ব,
মর্তে তিনিই মৃন্ময়ী,
কালরূপিনী কালী সে শ‍্যামা-
তিনিই আবার চিন্ময়ী"

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...