ভয় করে মা
নদীর পাড়ের কাশবনেতে দুলছে কাশফুলেরা,
আকাশেতে পেঁজা তুলোর চলছে যেন খেলা।
শিশির ভেজা ঘাসেতে ঝরছে শিউলিরা,
ভুবনভোলানো গন্ধেতে মোহিত সকল পাড়া।
তোমার আগমনের বার্তা যে মা দিয়ে চলেছো,
তা নিয়ে খুশির চেয়ে মা ভয় জাগছে বেশি।
এসো না গো মা এই ধরিত্রীতলে,
এসো না এই নরকে!
তুমিও যে নারী মাগো-
তোমায়ও ছিঁড়ে খাবে।
নর পিশাচের দলেরা যে নারী খুঁজে চলে,
নারীর গন্ধ পেলেই মা মাগো কামড়ে মুচড়ে ধরে।
সেইদিন একাকিনী আপন মনে ফিরছিলাম বাড়িতে ,
হঠাৎ কেমন আমায় নিয়ে টানাটানি হেঁচড়াহেঁচড়ি শুরু।
অনেক লড়াই করে মাগো পালালাম নিজেকে বাঁচাতে,
এমনি করে আর কত প্রাণ যাবে মাগো?
ভয়ে যে মা এই দেহমন চায় না এগোতে,
কেমন করে ভুলে যায় মা-
নারীর গর্ভের নাড়ি ছেঁড়া ধন?
কেমন করে ভুলে যায় মা -
নিজের মায়ের মুখ অমন?
ভয় করে মা ভীষণরকম তোমায় হারিয়ে ফেলার ,
এসো না মা গো তুমি-
এখানে থাকে নর পিশাচের দল!
No comments:
Post a Comment