আষাঢ়ের গল্প
"আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে"
বন্ধ ঘর থেকে চাপা বাজছে কানে।
প্রমোটাররা বর্ষাকাল চেনেনা,
আষাঢ়ের মেঘ সরিয়ে দেয় চুক্তিপত্রে।
বৃষ্টি যাদের জন্মগত অসুখ
তাদের বন্যায় ভাসতে হয়, ডুবতে হয় ঘর, উনুন।
অভ্যাসে ওরা চিরন্তন সুখী।
ঋতুর যুদ্ধ যেখানে শেষ হয় সেখানে একে একে
ফ্ল্যাট বাড়ি দাঁড়ায় প্রছন্ন বিষাদে।
পথ চলতি ভেজা মানুষ গুলো ফিরে ফিরে তাকায়
সাজানো ক্যকটাসে।
আরথ্রাইটিসের ব্যাথায় কুঁকড়ে উঠে বারান্দা,
সিঁড়িতেই থেমে থাকে জলকাদার ছোপ।
রঙীন ছাতায় ঢাকা পড়ে সর্দির ধাত।
একটাও অপবাদ কেও তোলেনা আর।
ঘোর বর্ষায় উচ্ছিন্নে যায় বৃষ্টি,
জ্বর গায়ে আমি যে রোজ বৃষ্টি চাই
আমি কী উচ্ছিন্নে যাইনি বলো?
No comments:
Post a Comment