Thursday, October 11, 2018

পূজা মজুমদার

আগমনী গান


গায়ের কাদা ঘাম শুকোইনি এখনো
আলপথে জেগে কিষাণের ক্লান্ত পায়ের দাগ


নদী তীরে জেগে ওঠে কাশ বালিকারা


শালি ধানে কেবলই পোয়াতি লক্ষণ
তুষ ভুসি নুন মাড় জল   কম কম পেয়ে 
কালিগাই ভুলেই গেছে ডাক দিতে
নেংটি ইঁদুরে কেটেছে কেবল চালগন্ধ গোলা


নীলাকাশে ভেসে আসে দলে দলে মেঘ বালিকারা


ফুটো চাল সারানোর আগে হাঁড়ি ফেটে গেছে 
আমার লক্ষ্মীর মা তো অন্নপূর্ণা নয়


তুমি বাজিয়ে দিলে কাঁসর ঘন্টা ঢাক


হ্যাগা, তুলসী তলা নিকিয়ে রাখো চোখের জলে
মেয়ে আসছে বাপের বাড়ি সদলবলে ।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...