লিখনির ক্ষুর তেজে
মাতঃ রাঙা দুটি পায়ে ঠাঁইয়ের আষে তব সন্তান আছে ওতপেতে,
মূরমতি মন্দ অতি মম মন প্রাণ না জানে স্ততিজ্ঞান
ক্ষমিও সন্তানেরে,বাগেশ্বরী ।
রাখিও মোরে সদা দৃষ্টি গোচরে যেমতি মাতৃস্নেহ বিগলিত করুণা ধারায় লালিত করে গর্ভধারিণী মা কচি খোকাটিরে ।
কী বলিব মা তব করুণা রসধারা তোমারি স্নেহে হয়েছে কত গণ্যমান্য পৃথিবী বরেণ্য
সবই তো তোমারি জন্য ।
মাতঃ মম মন প্রাণ সঁপেছি তব রাঙা দুটি পায়'
মোর লিখনী সেন লিখে
বঞ্চিত অসহায় মানুষের তরে আর সব ধূর্ত ঠকবাজেরা
পালায় সেন মোর লিখনীর ক্ষুরতেজে।
No comments:
Post a Comment