Thursday, October 11, 2018

প্রসেনজিৎ দে।

মনের ক্যানভাসে
                               

তোমার জাল-বোনা স্বপ্নগুলো
আজও গীটারের সুরে ভেসে 
আসে আমার কানের পর্দায় ।
সুখ-দুঃখের, বিষাদ বাণী ।

রোজ কত'কি খেলা করতো 
মনের ক্যানভাসে, আবছায়া জানলায় ।
ভেঙ্গে পড়া পাহাড় আজ
মিশে গেছে নদীর মহোনায় ।

এক পশলা বৃষ্টির আসাদনে
উথল মনে বৃষ্টির ছোঁয়ায় 
নিজেকে জড়াতো, পাখিদের কলতানে
সমস্ত হৃদয় বিচলিত হতো ।

আর যখন সন্ধ্যারা আকাশ 
ধেয়ে নামতো, রুপোলি আলো
জ্বেলে উঠতো হাতের ভাঁজে ।
মুখে মৃদু হাসি হাসতো, 
নতুন সুরে গান ধরতো; 
তারার পানে মুখ চেয়ে ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...