Thursday, October 11, 2018

প্রসেনজিৎ দে।

মনের ক্যানভাসে
                               

তোমার জাল-বোনা স্বপ্নগুলো
আজও গীটারের সুরে ভেসে 
আসে আমার কানের পর্দায় ।
সুখ-দুঃখের, বিষাদ বাণী ।

রোজ কত'কি খেলা করতো 
মনের ক্যানভাসে, আবছায়া জানলায় ।
ভেঙ্গে পড়া পাহাড় আজ
মিশে গেছে নদীর মহোনায় ।

এক পশলা বৃষ্টির আসাদনে
উথল মনে বৃষ্টির ছোঁয়ায় 
নিজেকে জড়াতো, পাখিদের কলতানে
সমস্ত হৃদয় বিচলিত হতো ।

আর যখন সন্ধ্যারা আকাশ 
ধেয়ে নামতো, রুপোলি আলো
জ্বেলে উঠতো হাতের ভাঁজে ।
মুখে মৃদু হাসি হাসতো, 
নতুন সুরে গান ধরতো; 
তারার পানে মুখ চেয়ে ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...