Thursday, October 11, 2018

বিজন বোস

 সত্যিকারের বিসর্জন


এত রক্ত কেন ?


একটি ছোট্ট শিশুর ছোট্ট প্রশ্ন টি


গেথে গেল অন্তরে ;


সেইথেকে যুদ্ধ শুরু


যে যুদ্ধ রক্ত না ঝরিয়ে


রক্ত ঝরা বন্ধ করে;


যেযুদ্ধ অমানবিকতার বিরুদ্ধে


মানবতার জয় আনে ,


যে যুদ্ধ হিংসার বিরুদ্ধে


অহিংসার জয়--


কিন্তু নেই কোন রক্ত ক্ষয় । 


ঘোমটার নীচে


রাজপুরোহিতের ধর্ম আর


রানীর ভালোবাসা ; 


দুই ক্রুঢ়ের সন্মিলিত শক্তির সঙ্গে


ধর্মভীরু আপামর জনতা--


পথ আগলে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল


ধন্য মাণিক্যের সামনে, নীতিহীন একতা।


ঘটনার ঘনঘটা


ধর্ম ভালবাসা বিশ্বাস 


সত্যকে করলো কালিমালিপ্ত


ধর্মের নামে মায়ের নামে রাজ চন্ভতাইয়ের ভন্ডামী


একশত মহিষ বলি ।


এ কোন মা !


যে মা সন্তানের রক্ত চায়


সে মা; নয়; পিশাচী ,


যে মা সন্তানে সন্তানে বিরোধ বাধায়


সে মা দেবী নয় শয়তানী ।


কিন্তু মা যে রক্ত চাননি


এ সত্য রাজা ছাড়া আর তাতাই একমাত্র বুঝল ।


আর যারা ধর্ম ভালবাসা বিশ্বাসের ধারক ও বাহক


তারা লড়াই করল সত্যের বিরুদ্ধে


নিজেদের জয়ী করার জন্য ।


সে সাধ মেটেনি তাদের


অবশেষে সত্যের কাছে হার মানল ক্রুঢ়তা


হল "বিসর্জন"  ।


কিন্তু মায়ের দরবারে আজও সমানে চলছে


রক্তের হোলি খেলা ,


লক্ষ প্রাণ মায়ের কাছে নোয়ায় মাথা


লোভ ক্রোধ হিংসা র বলি নয়


বলি হয় নিরপরাধ প্রাণী পাঠা।


রক্ত ঝরা সমানে চলছে


আইন-আদালত সরকার সবাই জানে


মাথা উচু মানুষ ও জানে ,


যারা একে পূর্ণ্য বলে মানে না


বরং পাপ বলে মনে করে ---


তবু কারো যেন দায়বদ্ধতা নেই ,


আসলে দেবতার মন্দিরে নয়


মানব মন্দিরে চলছে রক্তের হোলি খেলা


অস্ত্রের ঝনঝনানি ,


হিংসা-দ্বেষ বিদ্বেষ


ধর্ম ও রাজনীতির নামে বিভেদ


সাম্প্রদায়িক জিগির


আদিম হীন প্রবৃত্তির অনুশীলন ।


আর কত রক্ত চাই মা তোমার ?


বন্ধ কর রক্তের হোলি খেলা এবার


প্রেম প্রীতি ভালবাসা ভ্রাতৃত্ব ও ভক্তির জয় গান


উচ্চারিত হোক মনেপ্রাণে সবার ।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...