কবিতা
ক্ষুধা নিজের তাগিদেই ঘুম ভাঙ্গে
জোর করে জাগাতে গেলে
কুম্ভকর্ণের মতো অকালে ঝরে ।
কবিতা ক্ষুধার মতো নিজ থেকেই
ঘুম ভেঙ্গে জাগে
জাগাতেই পারে কেউ, তবে
পথটা নিজেই হেঁটে যেতে হবে ।
সুন্দরী বিদুষী নারীকে মনপ্রাণ সঁপে
ভেতরে সন্দেহের বাতাবরণ
ফিরিয়ে দিলেও
পর্যাপ্ত সাঁতার কেটে
গভীরতার অজ্ঞতায় অতৃপ্ত মন ।
কবিতা সুন্দরী নারী থেকেও অভিমানিনী
অবজ্ঞা উপেক্ষায় ভারাক্রান্ত মন
কেবল অবসর সময়ে মোটেই তৃপ্ত নয়
পূর্ণ সময়ের দাবিদার
সতিনের অস্তিত্বে মুখ ফেরায় চিরতরে ।
সব ছেড়ে পূর্ণ সময় নিজেকে সমর্পণ
অনুরাগের গভীরতা অজ্ঞাত
জীবনভর একতরফা আত্মনিবেদন
অতৃপ্তিতে অনেকের চিরবিদায়
কবিতা এতটাই নির্মম রহস্যময়ী !!
No comments:
Post a Comment