Saturday, October 13, 2018

রণজিৎ রায়

কবিতা

ক্ষুধা নিজের তাগিদেই ঘুম ভাঙ্গে
জোর করে জাগাতে গেলে
কুম্ভকর্ণের মতো অকালে ঝরে ।

কবিতা ক্ষুধার মতো নিজ থেকেই
ঘুম ভেঙ্গে জাগে
জাগাতেই পারে কেউ, তবে
পথটা নিজেই হেঁটে যেতে হবে ।

সুন্দরী বিদুষী নারীকে মনপ্রাণ সঁপে
ভেতরে সন্দেহের বাতাবরণ
ফিরিয়ে দিলেও
পর্যাপ্ত সাঁতার কেটে
গভীরতার অজ্ঞতায় অতৃপ্ত মন ।

কবিতা সুন্দরী নারী থেকেও অভিমানিনী
অবজ্ঞা উপেক্ষায় ভারাক্রান্ত মন
কেবল অবসর সময়ে মোটেই তৃপ্ত নয়
পূর্ণ সময়ের দাবিদার
সতিনের অস্তিত্বে মুখ ফেরায় চিরতরে ।

সব ছেড়ে পূর্ণ সময় নিজেকে সমর্পণ
অনুরাগের গভীরতা অজ্ঞাত
জীবনভর একতরফা আত্মনিবেদন
অতৃপ্তিতে অনেকের চিরবিদায়
কবিতা এতটাই নির্মম রহস্যময়ী !!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...