Tuesday, October 9, 2018

সুমন পাটারী

অসমাপ্ত রাত

আমি ভুলে গেছি সমস্ত দুঃখ
দেওয়ালের খসে পড়া রঙ
বাবার অসুখ
আমি ভুলে গেছি সন্ধ্যা প্রদীপ হয়ে
জ্বলে উঠা মায়ের অকপট আঁচল।

আমি ভুলে গেছি নবান্নের গন্ধ
উপজাতি রমণীর গান
লক্ষীছড়ার পুঁঠিমাছ
ঢেঁকিশাক আর দিদির কোলের ওম।

এখন আর ওড়া হয়না পূর্ণিমায়
কাঁদা হয়না অমাবস্যায়,
অন্ধকার নেই আলো নেই
থমথমে কোনো সময়ের ভিতর দিয়ে
চলে এসেছি বরফের দেশে

হঠাৎ সামনে এসে যদি দাঁড়ায়
আকাশের সেই একটি নক্ষত্র
হয়তো তাঁকেও চিনতে পারবোনা
যাঁর দিকে দেখে দেখে
অসমাপ্ত থেকে গেছে কত রাত।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...