Thursday, October 11, 2018

অভ্রজিৎ দেবনাথ

ভালোবাসা


   

অনুভূতির সাগর থেকে বাষ্প হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা


মাঝে মাঝে কঠিন হয়ে আঘাত করে,কখনো মুখোমুখি সামনা।


দিমেরুর ক্লান্ত রসায়নে ইলেকট্রন আর প্রোটন


অবিরাম খেলায় ব্যস্ত,ভাসমান জীবন।


গুপ্ত রিজনে তন্দ্রাহারা ক্লাসরুমের সব বিপন্ন বানর..


ইমোশনেরা ইমোজিতে আজ রূপান্তরিত শহর।

মেগনেটিক ফিল্ডের ক্ষেত্রফল ঘর্ষণে ক্ষয় হয়,


চোখ মেরে ট্রেন্ডে আসা ভার্চুয়াল জয়।


তোমার কাছে তো ভালোবাসা তেমন কিছু নয়


প্রতিদিন নতুন মঞ্চে পুরোনো অভিনয়।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...