নির্ধারিত চেয়ার
ভেতরে এটেন্ডার বললেন,
রোগী ছাড়া বাকিরা চেয়ার ছেড়ে উঠুন।
দ্বিতীয় তৃতীয়বার একই আবেদন তার।
সিট ছাড়েনি কেউ
দৃশ্যত অসুস্থ সকলেই ।
অগত্যা বাইরে আমাকেই যেতে হলো ।
ডাক্তারবাবু তুমি কি জানো,
আমিও পাখির মতো সুস্থ নই।
প্রতিবার আমাকেই ছাড়তে হয় নির্ধারিত চেয়ার ।
No comments:
Post a Comment