Sunday, October 14, 2018

অপাংশু দেবনাথ

নির্ধারিত চেয়ার
       

ভেতরে এটেন্ডার বললেন,
রোগী ছাড়া বাকিরা চেয়ার ছেড়ে উঠুন।
দ্বিতীয় তৃতীয়বার একই আবেদন তার।

সিট ছাড়েনি কেউ
দৃশ্যত অসুস্থ সকলেই ।

অগত্যা বাইরে আমাকেই যেতে হলো ।

ডাক্তারবাবু  তুমি কি জানো,
আমিও পাখির মতো সুস্থ নই।

প্রতিবার আমাকেই ছাড়তে হয় নির্ধারিত চেয়ার ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...