Sunday, October 14, 2018

অপাংশু দেবনাথ

নির্ধারিত চেয়ার
       

ভেতরে এটেন্ডার বললেন,
রোগী ছাড়া বাকিরা চেয়ার ছেড়ে উঠুন।
দ্বিতীয় তৃতীয়বার একই আবেদন তার।

সিট ছাড়েনি কেউ
দৃশ্যত অসুস্থ সকলেই ।

অগত্যা বাইরে আমাকেই যেতে হলো ।

ডাক্তারবাবু  তুমি কি জানো,
আমিও পাখির মতো সুস্থ নই।

প্রতিবার আমাকেই ছাড়তে হয় নির্ধারিত চেয়ার ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...