শরৎকাল
সবুজ মাঝে কাশের বাহার
নাচে মেঘ শুভ্র রঙে,
শরৎকালে প্রকৃতি তাহার
ছড়ায় রং নতুন ঢঙে।
অভ্র মাঝে মেঘের ভেলা
চলে উড়ে আপন মনে,
সাদা কাশের রঙিন মেলা
জাগায় সাড়া প্রকৃতি প্রাণে।
শান্ত নদীর স্থির জলে
নীল আকাশের প্রতিচ্ছবি,
একটু খানি দাঁড়িয়ে স্থলে
হয় উদাস শত কবি।
হাসে ওই প্রকৃতি রাণী
শরৎ ঋতুর আগমনে,
পাল তুলেছে নৌকা খানি
যাচ্ছে মাঝি হাওয়ার টানে।
যাব আজ কাশবনে
তুলব কাশ মুঠি ভরে,
সবুজ পাতা শিশির সনে
আনব গন্ধ বোতলে পুরে।
No comments:
Post a Comment