মশা
আমরা মশা থাকি সেখানে
পচা,নোংরা আছে যেখানে
এই কষ্টে ভালো সব খানে
বন্ধু খুঁজি মনে মনে ,,
নেয়নি তো কেউ কভু মেনে
জন্ম ভেবে নোংরা ড্রেনে
ছুটে বেড়াই সব খানে
মাতাই মন গল্প গানে ,,
গানটা সবাই ভাবে যেন বিষ
সাপের মতন করে উঠে হিস্
দেখলে মোদের কানে ফিস ফিস
আচ্ছা করে ডোলে দিস্ ,,
ঘুম নেই যখন কষ্টে সবাই
কাজে তখন নামি সদাই
কষ্ট কমবে এই ভেবে ভাই
বন্ধু হয়ে কাছে যেতে চাই, ,
করে কি যে সব আমায় পেয়ে
মারতে চায় ধোঁয়া দিয়ে
উড়ে পালাই পর জাগিয়ে
ভয়ের কাঁপন গায়ে লাগিয়ে, ,
এভাবে যদি তাড়া খেয়ে যাই
বলুন তো একবার ভেবে সবাই
মশা বলে কি কোনই রাগ নাই..?
আমি তো সবার ভালো টাই চাই,,
মানুষ বলে দোষ নেই তার
মারতে তারা আসুক যতবার
শুধু কষ্ট,রাগের কামড়ে আমার
পৃথিবী কাঁপানো দেয় হুংকার..
কি করে যে তাদের বুঝাই
আমরা তোমাদের শত্রু না ভাই
যেন একটু ভালো থাকো তাই
মিষ্টি গানের শব্দ ছড়াই ,,
হোকনা মোদের বেসুরে গলা
তাই বলে কি করবে হেলা..?ছড়িয়ে পড়ুক সুখের দোলা
এই তো ভাবি সারা বেলা ,,
অন্য শব্দ বাজে যখন
রাগ করো কি এটার মতন ..?
জানি,এ এক দুর্বলের কথন !!
সুখে থেকো,আমাদেরই হোক পতন
No comments:
Post a Comment