Friday, October 12, 2018

পার্থ ঘোষ

বিশ্বাস

মনখারাপের মতো ধূসর জ্যোৎস্নায়
একদিন বেদমন্ত্র পাঠ করছিল যারা
সিন্ধুর প্রান্তরে,
তারা সব ভূত, ভ্রান্ত আর ভুলের হাজার
তর্জমা করে গেলেও -

একটা সর্বহারার দেশ, আজও বিশ্বাস করে
ভূ-ভারতে যদিও না হয়, উপরে কোথাও
সাম্যবাদ থাকবে নিশ্চিত।

বিজ্ঞান কখনও মিথ্যা হতে পারে না যে

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...