Tuesday, October 16, 2018

ড. উমাশঙ্কর রায়

জীবন থেকে ধার নেওয়া

আরে আরে হচ্ছেটা কী ?! তোমাকে নিয়ে আর পারি না।পাগল হলে তুমি ?! যাচ্ছ তুমি বাঘকে প্রশ্ন করতে -বিপদের কয় থাবা ? বাহ্ বাহ্ ! বেশ হয়েছ !!

ভুলে গেলে তুমি - এ যে চিড়িয়াখানা নয়।তুমি এখনো ঘুরছো জঙ্গলে ! এখানে মানুষ বাঘ হতে পারে। কিন্তু বাঘ, মানুষ নয়।

সভ্যতা, তোমার স্বপ্ন হতেই পারে।কিন্তু গিরগিটির মত অসভ্যতা গাছে গাছে ডালে ডালে ...... থাক্ সে কথা।

বলছি - স্বপ্ন দেখো, ভালকথা।কিন্তু ভুলে যেয়ো না- সত্যকথা।তুমি জানো না বিপদের কত চোখ, কত মাথা।কত ছদ্মবেশ!

ঐ যে রাবণ - সে তো নস্যি। তাঁর তো ছিল মাত্র দশটি মাথা !

আমি তোমায় নিরস্ত করছি না।জঙ্গলে পথ নেই।তাই খুঁজে নিতে হবে।শুধু বলছি - বিপদ যে ছদ্মবেশী ! জাঁদরেল পলাতকও সে। কিছু ঘটিয়ে পালায় অনায়াসে।পুলিশ তো দূরে, যমেও পায় না নাগাল তার। অনেক ঠিকানা তার। অনেক ঘরবাড়ি !

যদি বুঝতে পারতাম - তার চালচলন, অথবা তার মতিগতি ! কারা তার মামা মাসি, চাচা পিসী - হয়তো বা হতো উপায় কিছু একটা ! গোষ্ঠী সুদ্ধু রাখতাম বেঁধে এক অসভ্য দুনিয়ায় তাকে।

কী বললে ? বেফাঁস হল যে - আসল কথা ! হতেও পারে।পিছলে পড়ে, থামলাম যে এসে - এ সভ্য দুনিয়ায় ! ঠিক বলেছো - সভ্য দুনিয়া যে এত পিচ্ছিল - সে তো বুঝতে পারিনি আগে ! ঘাট হয়েছে ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...