Tuesday, October 9, 2018

সোনালী রায় বাগচী

সম্বল

এখনও ছাই থেকে ধোঁয়া উঠছে
কুণ্ডলী পাকিয়ে ।
গঙ্গায় নেমে স্নান সেরে শববাহকেরা ফিরে গেছে যে যার মতো।
শুধু কি এক অতৃপ্তি গুমরে গুমরে মরছে নদীর তরঙ্গ জুড়ে ,
এলোমেলো ছড়ানো রঙিন পাথর , জলছবিতে ফুটে ওঠা অবয়ব আর গানই তো শুধু জীবন নয় ।
কিছু গোপন কান্নাও থাকে বুক জুড়ে কখনো কখনো ।
ভারী বাতাসে অস্ফুটে ভেসে বেড়াচ্ছে সেই অশ্রুত কান্না ।

আচ্ছা আত্মা কি সত্যিই অবিনশ্বর ?? রক্ত মাংসের জীবন্ত পিণ্ডটা ছাই হয়ে যাওয়ার পরেও কি তাই রয়ে গেছে
কোন অবশেষ ?
কেউ কোন একদিন কথা দিয়েছিলো তার মৃতদেহের উপরে রেখে যাবে
এক গোছা রজনীগন্ধার সুগন্ধ ।
তাই প্রাণপণে ছাইয়ের গাদা সরিয়ে
সে খুঁজে চলেছে পরশপাথর
অন্তত একটা আধপোড়া রজনীগন্ধার পাপড়ি। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...