Tuesday, October 9, 2018

সোনালী রায় বাগচী

সম্বল

এখনও ছাই থেকে ধোঁয়া উঠছে
কুণ্ডলী পাকিয়ে ।
গঙ্গায় নেমে স্নান সেরে শববাহকেরা ফিরে গেছে যে যার মতো।
শুধু কি এক অতৃপ্তি গুমরে গুমরে মরছে নদীর তরঙ্গ জুড়ে ,
এলোমেলো ছড়ানো রঙিন পাথর , জলছবিতে ফুটে ওঠা অবয়ব আর গানই তো শুধু জীবন নয় ।
কিছু গোপন কান্নাও থাকে বুক জুড়ে কখনো কখনো ।
ভারী বাতাসে অস্ফুটে ভেসে বেড়াচ্ছে সেই অশ্রুত কান্না ।

আচ্ছা আত্মা কি সত্যিই অবিনশ্বর ?? রক্ত মাংসের জীবন্ত পিণ্ডটা ছাই হয়ে যাওয়ার পরেও কি তাই রয়ে গেছে
কোন অবশেষ ?
কেউ কোন একদিন কথা দিয়েছিলো তার মৃতদেহের উপরে রেখে যাবে
এক গোছা রজনীগন্ধার সুগন্ধ ।
তাই প্রাণপণে ছাইয়ের গাদা সরিয়ে
সে খুঁজে চলেছে পরশপাথর
অন্তত একটা আধপোড়া রজনীগন্ধার পাপড়ি। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...