Wednesday, October 17, 2018

সামসুন্নাহার ফারুক

শারদীয় ঘোর

শরতের উড়ো মেঘ টেরাকোটা সাজে
প্রশান্তির ক্যানভাসে লালিম আদরে
অভিসারে যেতে যেতে ভরন্ত ভাদরে
আবীর বিভায় বাজে মোহময় লাজে

নিপুণ তুলিতে আঁকা নক্ষত্রের নীলে
রূপালী জোছনা মেখে আকাশের গায়
মেঘের মেয়েরা ছোটে মাতাল নেশায়
গোপন প্রেমিক খোঁজে নিসর্গ মিছিলে

কাংখিত রিংটোনে বাতাসের শিষে
ঝলমল জ্বলে ওঠে মাধূরীর বন
হৃদয়ের পেরিস্কোপে রাতের কার্নিশে
ঘুম ভেঙ্গে জেগে ওঠে জোয়ারিত ক্ষণ

মুগ্ধতার আয়োজনে আবেগ বিভোর
ব্যন্জিত মূর্চ্ছনা তোলে শারদীয় ঘোর।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...