Wednesday, October 10, 2018

দুলাল চক্রবর্তী

মায়ের স্মৃতি 

শরতের শিউলি ঝরা রাতে,
ঘন ঘোর অন্ধকারে,ঝড় ঝঞ্ঝার দিনে প্রতি মুহূর্তে
মাগো তোমায় মনে পড়ে।

মাগো, পৌষের রাতগুলি
আমায় ভীষণ কষ্ট দেয়।
অনেক রাত ধরে তোমার
স্মৃতি চারণ করি।
ক্লান্তি অবসাদেও ঘুম আসেনা।
কেননা,এমনি এক রাতে
আমায় ঘুমে রেখে
চিরতরে চলে গেলে
আকাশের তারা হয়ে।

উজ্জ্বল ধ্রুবতারার আলো দেখে
মনে হয়--ওই আলোকে তুমি
ঢাকা পড়ে আছো।

তবুও তোমায় খুঁজে বেড়াই,
শরতের সাদা মেঘের পানসি বেয়ে তুমি চলেছো
নীল আকাশের বুকে!
আমার কিশোর মনের অনুমান
হয়তো তোমার নাগাল পায়না।
তবুও আমি খু্ঁজে মরি
দিক থেকে ওই দিগন্তরে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...