Wednesday, October 17, 2018

হাবীব আল হাসীব

ভাল আছি

জানি ভাল আছি বললে বিশ্বাস করবে না
সত্যি ভাল আছি আজকাল ভাল থাকতে হয়
সুখেরা পাহারা দেয় দরজার চৌকাঠ
ভালবাসা লুকায় নতুন বউয়ের মতো পর্দায়।

রাস্তার সোডিয়াম আলোর মতো ভাল আছি
এই কুয়াশা ভেজা শীতের রাতে
নিঃসঙ্গ জীবনের সাথী একরাশ উষ্ণ ভাবনায়
জানি ভাল আছি বললে বিশ্বাস করবে না।
টিএসসির সান্ধ্য বৈঠকের উষ্ণতায়
পার্কের সবুজ ঘাস যেন আরো সবুজ হয়
সতেজ নিঃশ্বাসে।

সবই তেমনি আছে, তবু কারো জন্য থমকে দাঁড়াই
চেনা পথে পা মিলিয়েছিল যারা একদিন
তাদের মুখ ভেসে ওঠে মনের ক্যানভাসে
বেড়েছে বয়স চশমার লেন্সে
বুকের উইপোকারা নিশ্চিন্তে খাচ্ছে অতীত
আমিও গেড়েছি শিকড় এই মাটিতে তোমাকে ভালবেসে
আমি ভাল আছি, বেশ ভাল আছি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...