Wednesday, October 17, 2018

রীনা তালুকদার

ভাঙতে নেই

রিটোন শুনতে কান রাখি সচেতন
যার কণ্ঠস্বর আকাংখিত
সেই শরৎ বিকালের চেহারায়
খবর নেই ভুলোমন উদাসীন
এই ফাঁকে স্মৃতির আগর জ্বলতে থাকে
মস্তিস্কের মনিটরে কখনো দ্রুত কখনো ধীরলয়
উল্টাতে থাকে পুরনো কার্বণ পড়া ছবির পাতা
রাগে ক্ষোভে হাঙর নখরে চালাতে থাকি আঙুল
শতমূলী বটের জটাধারী মাস্তুল মাথায়
আয়নায় দাঁড়ালেই চিন্তিত হই
কয়লাখনি চুলে শরৎকালের কাঁশফুল হাসছে
দমিত হই এই ভেবে- বিবর্তনবাদী ধারায়
স্নেহ, প্রেম, ভালোবাসা রূপ বদলায়
বার বার আইষ্টাইনের আপেক্ষিক তত্ত্ব আর
ডারউইনের বিবর্তনবাদ নতুন জন্ম দেয় আমাকে
মঙ্গলময় পৃথিবীর পথে নতুন সূর্যোদয়
জন্ম-চাষবাস-মনোপলি; ভাঙলেই ধ্বংস অনিবার্য
আমার ভাঙতে নেই কোনদিন . . .।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...