Thursday, October 11, 2018

হারাধন বৈরাগী

কবিতার মায়াচর

জঙ্গলে উড়ে কবিতা
যেন নিশিলাগা কবিতার বাড়ি
রাতে হয়ে ওঠে মারিজুয়ানার তাড়ি।

সোনারেখার ডালপালায়
ঝুলে থাকে নেশার কলসি
উড়ে উড়ে আসে অনালোকিত মথ
চন্দ্রগ্রস্থ  করে তুলে -ঘরের চৌহদ্দি।

কোথায় বাড়ি কোথায় ঘর
নামে কবিতার আঁচল
ঢেকে যায় পাহাড়
ঢেকে যায় জঙ্গল।

চন্দ্রসিক্তমাটি ছুয়ে
সপ্নময় জেগে ওঠে জঙ্গল
এক হৃদপদ্ম সহচরী
অমোঘব্রাত‍্য-কবিতার মায়াচর।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...