Thursday, October 11, 2018

সুনন্দ মন্ডল

ক্রুদ্ধ জননী


               

চাঁদের আলপিনে জমে আছে সর


কলঙ্কের পালঙ্ক সযত্নে গোছানো।

নির্ভয়া কিংবা আসিফা প্রতিপালিত


ক্লান্ত বুকে স্নেহ রোদ্দুর জড়ানো।

সত্যের মাদুলি জন্মের প্রতিক্ষণে


বীভৎসতা চারিদিকে ক্রুদ্ধ বিলাপে।

চাদরে মোড়া শীতের অনুকম্পা


নদীর চড়া ভেবেছে কাতুরে সংলাপে।

ধরণীর সিঁথি ফেটে গেছে কপাল


লাল গিরি মাটি গায়ে আচ্ছাদন।

নীল নীলিমা শান্ত ছিল নিয়মে


ক্রুদ্ধ জননীর কোল জুড়ে ধর্ষন।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...