Tuesday, October 9, 2018

জ্যোতি সরকার

জীবনের লড়াই অভাব

আমি আমার নিজস্বতা নিয়েই বাঁচি,
এছাড়া বড় গলা করবার আর কিছুই নেই আমার।

না আছে যৌবনের তীব্র ঘ্রাণ,
না সুন্দর শরীরের মলাট....

কি আছে আমার,নেই বা কি!
ডাকে না আধুনিকতা,
তাতে কি ?

আমার আছে অহংকার,
যা ঐশ্বর্য পরোয়া করে না,
আধুনিক ভালোবাসার নীলাম ছোঁয় না......

পৃথিবী অভাব ছুঁয়,
অভাবের কালো রং ছুঁয় না।

আমি ও এর বেশি কিছু চাই না।
শুধু পুরানা শরীরচর্চা ওই মাটি তোলা কবরের ডাক চাই

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...