Wednesday, October 17, 2018

শেখ সামসুল হক

শরৎ সন্ধ্যায়

বৃষ্টি ভেজা শরৎ সন্ধ্যায় চন্দ্রমুখী
তারকাটা কার্ণিশে উধাও দৃষ্টিপাত
স্মৃতি ঘরে জেগে থাকে অলস প্রহর
কিছুই বুঝেনা বেমানান ঝুল বারান্দায়
চোখের তারায় কানামাছি খুঁজে ফিরে রাত
দিনের সকল আয়োজন যায় মাঠে মারা
কোনো দিকে যাবার ভাবনা পলাতক
আসামীর মুখোশ পরতে ভালোবাসে
চেনাপথ অচেনার কাছে করজোরে
সাদা কাশবন ছুঁয়ে চলে দুর্দান্ত প্রতাপে
ঝিলমিল গাংচিল নদী তীরে চেলা পুটি
ধরফর প্রাণে প্রকৃতির অপরূপ রূপে
ভরদুপুরে ফাগুন ঝরে শ্বেতপদ্ম
দৃষ্টি কাড়ে যখন তখন স্বপ্নঘোরে
হয় না বিদায় শরৎ শোভিত জলে
নিকেল বিকেল ঠোঁটে রেখে আদর চাদরে
ঘুমায় নগর বনমালী অশান্ত নিঃশ্বাসে
যাবার বেলায় জেগে ওঠে সূর্যের সকাল।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...