Thursday, October 11, 2018

সোমেন চক্রবর্তী

মিমিক্রি


 

আমার ভিতর নকল করার নিপুণতা আছে
স্কুলের হেড স্যারের বলার ধরন আমার করায়ত্ত
শিখেছি শহরের এম.এল.এ.-এর ভাষণ দেওয়ার কৌশলও,
একটু চেষ্টা করেই রপ্ত করেছি রবিঠাকুরের হাসি
এবং নেতাজী যেভাবে আঙুল উঁচিয়ে ধরেন;
গালে হাত দিয়ে ভাবতে বসে অবিকল সুকান্ত হয়ে যাই,

আমি নীলকণ্ঠ হতে পারিনি 
তবে উলঙ্গ শরীরে ছাই মেখে ধোঁয়া ছাড়ার অভ্যেসটা মজ্জাগত 

আপাতত রাষ্ট্রকে দেখাচ্ছি আমিও ঘুমোতে পারি,
জেগে ওঠার পর ঈশ্বরের খোঁজে পথে নামবো 


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...