মায়াবিনী
গগনপাণে মেলে আঁখি,
দেখেছি গো সন্ধ্যাতারা ।
দ্বারের কোনে বসে একা,
ইচ্ছেগুলো দেয় যে সাড়া ।।
ক্লান্ত দেহে স্বাদের পরশ
নিয়ে যায় মায়ার দেশে ।
খুঁজে পাই তোমায় আমি,
নতুন রূপে নতুন সাজে ।।
তোমার ঐ স্নেহের নেশা,
লাগে যেন সুধায় মেশা ।
অদূরে কোন বাঁশির সুর
শুনি গো হৃদয়কোনে ।।
নক্তরানীর অশ্রুজলে,
সান্ধ্যকালে আঁধার নামে ।
জোৎস্নাভরা দিঘির জলে
তোমার আস্য খুঁজে মেলে ।।
কেন যে সুর থেমে যায়
আমার এই সন্ধ্যাগীতে !
তুমি সেই মায়াবিনী ;
আছো তুমি হিয়ার পাণে ।।
No comments:
Post a Comment