Thursday, October 11, 2018

সৌরভ চক্রবর্তী

মায়াবিনী
                            


গগনপাণে  মেলে  আঁখি, 
দেখেছি  গো  সন্ধ্যাতারা ।
দ্বারের  কোনে  বসে  একা,
ইচ্ছেগুলো  দেয়  যে  সাড়া ।।


ক্লান্ত  দেহে  স্বাদের  পরশ 
নিয়ে  যায়  মায়ার  দেশে ।
খুঁজে  পাই  তোমায়  আমি,
নতুন  রূপে  নতুন  সাজে ।।


তোমার  ঐ  স্নেহের  নেশা,
লাগে  যেন  সুধায়  মেশা ।
অদূরে  কোন  বাঁশির  সুর 
শুনি  গো  হৃদয়কোনে ।।


নক্তরানীর   অশ্রুজলে,
সান্ধ্যকালে  আঁধার  নামে ।
জোৎস্নাভরা  দিঘির  জলে  
তোমার  আস্য  খুঁজে  মেলে ।।


কেন  যে  সুর  থেমে  যায়  
আমার  এই  সন্ধ্যাগীতে  !
তুমি  সেই   মায়াবিনী ;
 আছো  তুমি  হিয়ার  পাণে ।।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...